প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 31, 2025 ইং
লভ্যাংশ দেবে না সোশ্যাল ইসলামী ব্যাংক, ২০২৪ সালে লোকসান ১০১ কোটি টাকা

বাংলার প্রতিচ্ছবি : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ২০২৪ সালে ১০১ কোটি টাকা লোকসান করেছে। তাই ব্যাংকটি গত বছরের জন্য শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসআইবিএল দীর্ঘদিন চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তা নিয়ন্ত্রণমুক্ত হয়। গত বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সবশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এই সিদ্ধান্ত হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
২০১৭ সালের অক্টোবর মাসে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ব্যাংকটি দখলের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে চেয়ারম্যান করা হয়। পরবর্তীকালে চেয়ারম্যান ছিলেন এস আলমের জামাতা বেলাল আহমেদ। এই সময়ে নামে-বেনামে অনেক টাকা তুলে নেয় গ্রুপটি। ফলে ব্যাংকটির ৩৪ শতাংশ বা ১৩ হাজার ২৬৭ কোটি টাকা ঋণখেলাপি হয়ে পড়েছে। ফলে যা আয় হচ্ছে, ব্যয় তার চেয়ে বেশি। সে কারণে লোকসানে পড়ে গেছে ব্যাংকটি। এর আগে ২০২৩ সালে ২১২ কোটি টাকা মুনাফা করেছিল ব্যাংকটি।
ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৮৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো বা নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৭ টাকা ৫১ পয়সা, আগের বছর যা ছিল ৭ টাকা ৯০ পয়সা। গত ডিসেম্বর মাসে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।
আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি